ঝিনাইদহে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে সমর্থকদের মানববন্ধন
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে গান্না ইউনিয়ন আওয়ামীলীগ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে মিন্টু সমর্থক নারি ও পুরুষরা যোগদান করে মিন্টুর মুক্তির দাবীতে ¤েøাগান দেয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ^াস, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন মনি, আব্দুল খালেক, শাহাদৎ হোসেন, আলমগীর হোসেন, আমীর হোসেন আমু, মহসিন আলী ও ওমর আলী সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানি মুলক মামলা দেওয়া হয়েছে। তাকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
I’m not sure exactly why but this web site is loading very slow for me.
Is anyone else having this issue or is it a problem on my end?
I’ll check back later and see if the problem still exists.