লাইন নির্মানে নিম্ন মানের মালামাল সরবরাহের অভিযোগ / ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
দ্বিতীয় দফায় আবারও কর্মবিরতি শুরু করছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তি ভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবিতে এই কর্মবিরতি শুরু করেন তারা। মঙ্গলবার (২ জুলাই) সকালে সদর উপজেলার রাওতাইল পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পালিত কর্মবিরতি কর্মসূচিতে ঝিনাইদহের ৬ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক’শ কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন। এ সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাবিবুর রহমান, রেজাউল করিম, মোস্তাক আহমেদ, ও জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বক্তব্য রাখেন। বক্তরা বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবী, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হতে হচ্ছে আমাদের। এসব বৈষম্য ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবি পূরণ করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা হুসিয়ারী উচ্চারণ করেন। তারা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাবিবুর রহমান অভিযোগ করেন, লাইন নির্মানে নি¤œমানের মালামাল সরবরাহ করা হচ্ছে। এ কারণে লাইন টিকিয়ে রাখা যাচ্ছে না। তিনি চুক্তিভিত্তিক বাদ দিয়ে কর্মচারীদের চাকরী স্থায়ী করার দাবী জানান। উল্লেখ্য কর্মবিরতী পালন করা হলেও বিশেষ ব্যবস্থায় ঝিনাইদহে বিদ্যুৎ সেবা চালু রাখা হয়েছে।