বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনার দাবি

Share Now..

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির চতুর্থ সভায় এ সুপারিশ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

এ সময় মুদ্রিত পাঠ্যপুস্তকের সর্বোত্তম মান বজায় রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় পর্যবেক্ষক।

সভায় যথাযথ যাচাই-বাছাই করে দ্রুত ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪’ পাসের সুপারিশও করা হয়।

কমিটির সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দীন, মোঃ আব্দুল মজিদ, আহমদ হোসেন, মোঃ বিপ্লব হাসান, মোঃ আব্দুল মালাক সরকার এবং মোঃ আজিজুল ইসলাম বৈঠকে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *