ফুলবাড়ীতে ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৫
দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে নছিমনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজপাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমান (৪২)। আহতরা হলেন ট্রাকচালক রবিউল ইসলাম (৪৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন (৬০), ফরিদ উদ্দিন (৪৬), নজরুল ইসলাম (৪২) ও আবুল কালাম (৪০)।
জানা গেছে, আমবাড়ী থেকে ছেড়ে আসা গরুবাহী নছিমনের সঙ্গে দিনাজপুরগামী পণ্যবোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নছিমন চালক ও নছিমনের একজন যাত্রী নিহত হন।
দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া গরু ব্যবসায়ী আবুল কালাম বলেন, এলাকার ৮ জন গরু ব্যবসায়ী মিলে ভোরে আমবাড়ী হাটে গরু কিনতে এসেছিলাম। ৯টি গরু কিনে নছিমনে করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফুলবাড়ী থানার ওসি মোস্তফিজার রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।