গুজরাটে বহুতল ভবন ধস, নিহত ৭ 

Share Now..

ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। রোববার (৭ জুলাই) দেশটির কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ ফ্ল্যাটের ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে ভবনটির বেশিরভাগ ফ্ল্যাটই ফাঁকা ছিল। শুধুমাত্র পাঁচটিতে লোকজন বসবাস করছিল। শনিবার স্থানীয় সময় বিকাল পৌনে ৩টার দিকে সুরাটের শচীন পালি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে ভবনটি ধসে পড়ে।  

প্রধান দমকল কর্মকর্তা বসন্ত পরীক বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, রাতজুড়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার বিকাল ২টা ৪৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়তে শুরু করে। সেইসময় ১৫ জন আহত হয়। ভবনটি ধসে যাওয়ার পরপরই ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *