মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে “কালিগঞ্জ মানবিক ফাউন্ডেশনের উদ্যেগে বৃক্ষরোপণ ২০২৪” কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস চত্তরে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে পৌরসভা চত্তর ও কালীগঞ্জ থানা চত্তর সহ শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক গাছের চারা রোপণ করে তারা । বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম , কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জেসমিন আরা, কালীগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা মানিক গাইন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির ও সংবাদকর্মী হুমায়ন কবির। কালিগঞ্জ মানবিক ফাউন্ডেশনের রাসেল কবির লিপন, মিশন আলী, সবুজ, আলী কদর, অংকুর, ডা: মিরাজ, আলমগীর হোসেন ও সোহাগ। জানা গেছে শহরের নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন সময় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণসহ মানবিক কর্মকান্ড নিয়ে সংগঠনটির মুখপাত্র সংবাদকর্মী মিশন আলী জানান, চলমান বৈরী আবহাওয়ায় বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই আমরা শহরের বিভিন্ন স্থানে ৫০০ শতাধিক বিভিন্ন প্রকার গাছের চারা লাগিয়েছি। এছাড়া বিভিন্ন সময় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। কালিগঞ্জ মানবিক ফাউন্ডেশন অদূর ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *