সাধুহাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহ সদর উপজেলা ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া চৌধুরী। বুধবার (১০ জুলাই) সকাল ১০ টায় পরিদর্শন করে। এসময় পরিষদের সকল মেম্বারদের নিয়ে আলোচনা করেন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার, আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বাল্য বিয়ে প্রতিরোধের বিষয় আলোচনা করে আলোচনায় বলেন বাল্য বিয়ে দিলে বেশিরভাগ মেয়েদের বিভিন্ন রোগীর সম্মুখীন হতে হয় তাই বাল্য বিয়ে থেকে প্রতিরোধের বিষয় ইউনিয়নের সকল নাগরিকদের সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা কাজ করবেন। ভালো কাজ করলে জনপ্রিয়তা বাড়ে। স্কুলগুলো দিকে আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চারা ঠিক মতন ক্লাসে যাচ্ছে কিনা। আমাদের শিক্ষা ব্যবস্থাকে মজবুত করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে ছেলেমেয়েদের প্রতি। ইউনিয়নের দুইটি ক্লিনিক নিয়ে তিনি ইউপি সদস্যদের খোঁজখবর রাখার পরামর্শ দেন। এবং স্কুল চলাকালী কোন কোচিং সেন্টার চালু রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানেন। তিনি আলোচনায় আরো বলেন ইউনিয়নের ট্যাক্স আদায় করার উপর তাগিদ দেন। ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা থেকে যেন কোন মানুষ বাদ না পড়ে সে বিষয়ে তিনি মেম্বার চেয়ারম্যানদের প্রতি খেয়াল রাখার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, ইউপি সদস্য জামাল উদ্দিন মল্লিক, আলী হোসেন মেম্বার, আনারুল মেম্বার, মনশাদ আলী মেম্বার, নাজির আহমেদ মেম্বার, নাজমা মেম্বার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *