উত্তর প্রদেশে বজ্রপাতে এক দিনে ৩৮ মৃত্যু

Share Now..

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে এক দিনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার (১০ জুলাই) হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে সাতজনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয়, এসব জেলায় বাজ পড়ে ঝলসে গেছে ১২ জনেরও বেশি।

নিহতদের বেশির ভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। এদের মধ্যে চাচাতো দুই ভাইও রয়েছে। 

সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে এসব লোক বজ্রপাতের শিকার হন। ভারতের আবহাওয়া দপ্তর অবশ্য উত্তর প্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আগামী পাঁচ দিন আরও ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *