কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল। সভাতে বক্তাগণ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ড নিয়ে কালীগঞ্জের মানুষ মর্মাহত ও উদ্বিগ্ন। অথচ এ সময়ে কে বা কারা আটক খুনীদের মুক্তির দাবী সম্বলিত কিছু পোষ্টার উপজেলা গেটে লাগিয়েছেন। বক্তাদের অভিমত এটি কেন্দ্র করেই যে কোন সময়ে আইন শৃংখলা অবনতি হতে পারে। এজন্য সভার সিদ্ধান্তে কালীগঞ্জ পৌর কর্তৃপক্ষকে ওই পোষ্টার অপসারণের নির্দ্দেশনা দেওয়া হয়। সেই সাথেই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে সজাগ হয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এছাড়াও সভাতে শহরে যানজট, বাল্য বিয়ে ও মাদক রোধ সহ গ্রামগঞ্জে চুরি ঠেকাতে পুলিশ বাহিনীকে জোরদার পদক্ষেপ নিতে আহব্বান জানান। সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, অহিদুল ইসলাম অদু, আবুল কালাম আজাদ, নাসির চৌধুরী, সাংবাদিক নয়ন খন্দকার, আহসান কবির ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন প্রমুখ। সভাতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *