শৈলকুপায় ধান-চাল সংগ্রহ সন্তোষজনক

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় ধান-চাল সংগ্রহ সন্তোষজনক। এদিকে এই দুই মাসে ধান ও চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার কাছাকাছি। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর থেকে উপজেলা সরকারি খাদ্যগুদাম কর্তৃপক্ষ এ ধান চাল সংগ্রহ করেছে। উপজেলা খাদ্য অফিস বলছে ধান চাল সংগ্রহ সনেÍাষজনক। গত ৭ মে সমগ্র দেশের সঙ্গে উপজেলার সরকারি খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। সংগ্রহ অভিযান শুরু হওয়ার পর গত দুই মাসে উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ হয়েছে মাত্র ১১০৭ মেট্রিক টন। আর এ বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ১ হাজার ৪০৩মেট্রিক টন। ধানের সরকারি নির্ধারিত দর প্রতি কেজি ৩২ টাকা। বা প্রতি মণ ১ হাজার ২৮০ টাকা ও চাউল ৪৫ টাকা করে ১৮০০ টাকা দরে। আর একই সময়ে চাল সংগ্রহ হয়েছে ১৫৫৩ মেট্রিক টন। এ বছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৬৭৫ মেট্রিক টন। গত ২০২২-২০২৩ অর্থ বছরে আমন ধানের মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ধান ৯৮৪ মেট্রিক টন ও চাল ৬৯০ মে, টন এবং ২০২৩- ২০২৪ অর্থ বছরে আমন ধানের সংগ্রহ লক্ষ্যমাত্রা ১৪০৩ মেট্রিক টন ও চাল ১৬৭৫ মে, টন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন মনজুর হোসেন বলেন, গত বছরের তুলনায় এবছর যে হারে ধান ও চাল সংগ্রহ হয়েছে তাতে আমরা মোটামুটি খুশি। আমরা ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের কাজ করে যাব। আশা করি এ বছর ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌছাতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *