মাঝরাতে ইবিতে ‘রাজাকার’ স্লোগান, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Share Now..

\ ইবি প্রতিনিধি, কুষ্টিয়া \
সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তিকে ঘিরে মাঝরাতে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইবি শাখা ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারো দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘যে শব্দটাকে আমরা দীর্ঘদিন ঘৃণাভরে স্মরণ করে এসেছি মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী সেই ‘রাজাকার’ শব্দ দিয়ে ¯েøাগান দিয়েছে। যারা বাংলাদেশের পবিত্র মাটিতে ‘রাজাকার’ ¯েøাগান দিয়েছে স্বাধীনতা পক্ষের শক্তি তাদের সমূলে উৎপাটন করবে। কোন রাজাকারকে এক বিন্দুও ছাড় দেয়া হবেনা।’ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকি আরাফাত বলেন, ‘আমরা মীরজাফর ও রাজাকার শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করি। কিছু কুচক্রী মহল গতরাতে ‘রাজাকার, রাজাকার’ ¯েøাগান দিয়ে শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলছে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের উপর অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা রাজাকার হয়ে এই স্বাধীন ভ‚খন্ডে থাকতে পারেননা। ছাত্রলীগ তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *