শৈলকুপায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

Share Now..

\ বিশেষ প্রতিনিধি শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল ১০-৩০ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানসহ উপজেলার সকল কলেজ, মাধ্যমিক প্রাথমিক ও মাদ্রাসার প্রধানগণ। এসময় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, সবাইকে সাথে নিয়ে শৈলকুপার আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সভা করতে হবে সেইসাথে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ করে কেউ যাতে গুজবে কান না দেয় সেদিকে সজাগ থাকতে হবে। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, দেশ এখন অশান্ত পরিবেশ পার করছে তাই আপনারা কেউ গুজবে কান দিবেন না। শৈলকুপার আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক রাখতে সবাইকে একমত হয়ে কাজ করতে হবে। সেইসাথে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *