কালীগঞ্জে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্ররা

Share Now..

\ স্টাফ রিপোটার \
ঝিনাইদহের কালীগঞ্জে এবার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্ররা। গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে শহরের ব্যস্ততম বিভিন্ন স্পট গুলিতে তারা যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের দ্বায়িত্ব পালন করে। শহরের মেইন বাসষ্টান্ড, থানার সামনে ও বড় বাজার কালীবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় কিছু সংখ্যাক আনছার সদস্যরাও ছাত্রদের সাথে ছিলেন। স্বেচ্ছায় এমন দ্বায়িত্ব পালন করায় সাধারণ জনতা তাদেরকে ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন। শহরের মেইন বাসষ্টান্ডে মুখে বাশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দ্বায়িত্ব পালনরত সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের ছাত্র বিএনসিসির মাহিম জানায়, পুলিশের কোন সদস্য এখন রাস্তাতে নামছে না। এতে সড়কে শৃংখলা ভেঙ্গে যানজটে সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এজন্য তারা স্বেচ্ছায় সড়কে নেমে এসে যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের কাজ করছে। এছাড়াও অভিজ্ঞ স্কাউট লিডার গনমাধ্যমকর্মী মিশন আলী তার নিজ অভিজ্ঞতার আলোকে ছাত্রদের সাথে যোগ দিয়ে দিক নির্দেশনা ও সহযোগিতা করতে দেখা গেছে। সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের বিএনসিসি’র শিক্ষক শামিম হোসেন জানান, সেচ্ছাসেবক হিসাবে বিএনসিসির ছাত্ররা সড়কে যানজট নিয়ন্ত্রনে রাস্তাতে নেমেছে। তিনি ছাত্রদের পরিচালনা ও দিক নির্দ্দেশনা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *