নতুন অ্যাটর্নি জেনারেল শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আাসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিএনপির নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। মো. আাসাদুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা স্কুল শিক্ষক ইসরাইল শেখের ৬ সন্তানের মধ্যে মধ্যে তিনি ২য়। ১৯৮৭ সালে গাড়াগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৯ সালে শৈলকুপা ডিগ্রী কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ১ম বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএ ¯œাতক ও ¯œাতকত্তোর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সাবেক এ্যাটর্নি জেনারেল, তত্ত¡াবধায়ক সরকারের আইন উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের ল চেম্বার ”সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস” এ শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মজীবন শরু করেন।

5 thoughts on “নতুন অ্যাটর্নি জেনারেল শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *