ঝিনাইদহে হাসপাতাল পরিস্কার ও শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিস্কারের কাজ শুরু করেছে ঝিনাইদহের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জুলাই ) সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে অর্ধশত শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। সরোজমিনে দেখা যায়, হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিস্কার করে তারা। এছাড়াও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে পরিস্কার করেন সেই থাকে দুর্গন্ধযুক্ত ড্রেন পরিস্কার করেন। কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষার্থী সোহাগ আহম্মেদ শুভ ঢাকা পোস্টকে জানান, হাসপাতাল পরিস্কারের পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাহায্য করছেন। লাইনে দাড়িয়ে সারিবদ্ধভাবে সেবা নিতে সহযোগিতা করেন তারা। পাশাপাশি চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্য করছেন তারা। আগামী এক সপ্তাহ এ কার্যক্রম চলবে বলে জানানো হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীরা হাসপাতালের আঙ্গিনা ও ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। সেবা নিতে আসা রোগীদের সহযোগিতা করছে। হাসপাতালে সকল ধরনের সেবার কাজে সাহায্য করেছে। তাদের এই উদ্যোগ আমাদের অনেক ভালো লেগেছে। তাদেরকে হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *