কবে মাঠের খেলায় ফিরবেন মেসি 

Share Now..

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া এবারের কোপা আমেরিকা ফাইনালে গেল মাসের ১৪ তারিখে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ ১৬ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ডান পায়ে গুরুত্বর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। 

এরপর মাঠের বাহিরে এলএমটেন। শিরোপা জয়ের পর পুরো আর্জেন্টিনা দল দেশে ফিরলেও উন্নত চিকিৎসার জন্য মায়ামিতে থেকে মেসি। চিকিৎসা নেওয়ার পাশাপাশি সময়টা দারুণ যান উপভোগ করছেন মেসি। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে ইনজুরিতে পড়ার পর থেকে বিশ্ব জুড়ে থাকা এই কিংবদন্তির কোটি ভক্ত-সমর্থকদের মনে কেবল একটাই প্রশ্ন। আবারও কবে মাঠে সবুজ গালিচায় দেখা যাবে নিজেদের প্রিয় তারকাকে। কবে দেখা যাবে সেই বাঁ-পায়ের চিরচেনা শর্ট। প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে খুঁজে নেবে বল জাল। এবার মেসি কবে নাগাদ মাঠে ফিরবেন সেই বার্তা দিলেন তার ক্লাব ইন্টার মায়ামির হেড কোচ জেরোর্ডো টাটা মার্টিনো। গতকাল রাতে লিগস কাপের ম্যাচের মাঠে নামে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এই ম্যাচকে কেন্দ্র করে অনুশীলনে দেখা যায়নি লিওনেল মেসিকে। তার মানে এখন ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্লাবটির বড় তারকা মেসির ফেরার বিষয়ে মায়ামি কোচ বলেন, ‘লিও (মেসি) প্রতিদিনই নিজেকে প্রস্তুত করছে। সে এখনো জিম করছে। আমরা যে সময়সীমা বিবেচনা করেছিলাম, তার মধ্যে সুস্থ হয়ে উঠবে। আশা করি তাকে আমরা দ্রুত মাঠে দেখতে পাব।’ এর আগে এক সংবাদ সম্মেলনে মায়ামি কোচ জানিয়েছেন, নিজেদের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিয়ে চান না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *