সড়কের শৃঙ্খলা নিশ্চিত করছে শিক্ষার্থীরা, দিচ্ছে শাস্তিও

Share Now..

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার্থীরা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে আটকে দিচ্ছে এবং শাস্তিস্বরূপ ১০ মিনিট রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করাচ্ছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার কাপাসিয়া রোড, পুরাতন ব্যাংকের মোড়, কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এবং বটতলায় শিক্ষার্থীরা এই কার্যক্রম শুরু করে।

সংশ্লিষ্ট এলাকায় শিক্ষার্থীরা রাস্তার শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যস্ত। তারা হেলমেট না পরা মোটরসাইকেল চালকদের থামিয়ে ১০ মিনিট রাস্তা পরিষ্কার করতে বাধ্য করছে। বয়স্কদের ক্ষেত্রে তারা মানবিক আচরণ করে পরামর্শ দিচ্ছে। কালীগঞ্জ বাজার এলাকার বটতলায় দায়িত্ব পালন করছেন অরন্য বণিক। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের দাবি পূরণ হয়েছে এবং শৃঙ্খলা ফিরে এসেছে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে তারা সক্রিয়ভাবে কাজ করছে।

কালীগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় এলাকায় সৌরভ উল্লেখ করেছেন, সাধারণত পুলিশ সদস্যদের রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়। তবে শিক্ষার্থীদের উদ্যোগে গত কয়েকদিনে সড়ক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ছাত্ররা রাস্তার শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যানবাহনের লেন নিয়ন্ত্রণে সহায়তা করছে। পাশাপাশি, তারা ব্যাটারিচালিত রিকশা ও বাসের লেন নিয়ন্ত্রণেও ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা রাস্তা ঝাড়ু দিচ্ছে এবং ময়লা পরিষ্কার করছে, যা কালীগঞ্জ পৌরসভার ময়লার গাড়ি দ্বারা অপসারিত হচ্ছে। কিছু এলাকায় যান চলাচল বেড়ে গেছে, কিন্তু ছাত্রদের কার্যক্রমের ফলে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা পুলিশের অনুপস্থিতিতে সড়ক শৃঙ্খলা রক্ষায় অবদান রাখছে, কারণ পুলিশের উপস্থিতি কম।

One thought on “সড়কের শৃঙ্খলা নিশ্চিত করছে শিক্ষার্থীরা, দিচ্ছে শাস্তিও

  • August 13, 2024 at 3:27 pm
    Permalink

    While regular vitamins and minerals may be good for your health, doctors are concerned that supplements or vitamins sold as a treatment for adrenal fatigue could hurt you.
    When you are dealing with a personal medical problem try buying ampicillin therapeutic classification from reputable pharmacies
    For so long now I have thought I was a bad person.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *