‘লাপাতা লেডিস’ নিয়ে আদালতে গেলেন আমির খান
ভারতের সুপ্রীম কোর্টের ৭৫তম বর্ষপূর্তিতে প্রদর্শিত হলো আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’। বিশেষ এ প্রর্দশনীতে শীর্ষ আদালতে হাজির ছিলেন আমির খান
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ( ৯ আগস্ট) দুপুরে সুপ্রীম কোর্টে ‘লাপাতা লেডিস’ সিনেমার বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। নারী-পুরুষের সমানাধিকারের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হয়েছে বলেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে। এদিন আমির খানকে সুপ্রীম কোর্টে স্বাগত জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, ‘আমি এখানে কোনও রকম ধাক্কাধাক্কি চাইছি না। আমির খান এসেছেন।’ শুক্রবার সুপ্রিম কোর্টের সি ব্লকের প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
এসময় আমিরের পরনে ছিল একটি ছাইরঙা পাঞ্জাবি ও কালো পাজামা।
সিনেমাটির পরিচালক কিরণ রাও বলেন, ‘লাপাতা লেডিস’ সুপ্রিম কোর্টে প্রদর্শনের মাধ্যমে যে ইতিহাস তৈরি হল, তাতে আমার মন আনন্দে ভরে গেছে। আমি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে কৃতজ্ঞ।’