কয়রায় আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
কয়রা উপজেলার আইনশৃংখলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ বাহিনীর লেঃ কমান্ডার মোঃ ওমর ফারুক, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, যুগ্ম আহবায়ক এম এ হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আয়ুব আলী, ঢাবির সাবেক শিক্ষার্থী আশিকুজ্জামান আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম রব্বানী, মোশাররফ হোসেন, দেব্রত মন্ডল, রোকেয়া সুলতানা, হুমায়ুন কবির প্রমুখ।