“প্রচলিত সংবিধান পরিবর্তন করে শ্রমিক কৃষক জনতার রাষ্ট্র, সরকার ও সংবিধান চাই”

Share Now..

\ প্রেস বিজ্ঞপ্তি \
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে গত রবিবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় “প্রচলিত সংবিধান পরিবর্তন করে শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা বাসস্ট্যান্ডে এক পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভার এক বক্তৃতায় সংগঠনের জেলা সভাপতি তোজাম্মেল হোসেন বলেন, ছাত্র জনতার রক্ত ঝরা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও এই আন্দোলনের ফসল হাইজ্যাক করার জন্য কুচক্রী মহল তৎপর রয়েছে। ফলে সারাদেশে সন্ত্রাস, লুটপাট, সাম্প্রদায়িক, সহিংসতা, নৈরাজ্য চলছে। এ অবস্থায় বর্তমান সরকারের প্রতি ছাত্র-জনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের ঘোষিত লক্ষ্য “ব্যক্তি নয় সিস্টেম বদল চাই” বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *