‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন চালু, খুশি যাত্রীরা

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় ৬১ জন যাত্রী নিয়ে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘বেনাপোল এক্সপ্রেস’। এতে আনন্দ প্রকাশ করেছে যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান সাইদ। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বেনাপোল-ঢাকা ‘বেনাপোল এক্সপ্রেস’ সহ সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে দুপুর ১টায় ছেড়ে গেছে ঢাকার উদ্দেশে। নিরাপত্তার জন্য রেলের নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ রয়েছে। ট্রেন ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে। ট্রেনটির যাত্রী মিনার হোসেন ও রেহেনা পারভিন বলেন, দেশে এমন অবস্থার মধ্যে রেলে চড়ে ঢাকায় যেতে পেরে খুশি। এদিকে গত সোমবার থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৫৪ আন্তঃনগর ট্রেনের মধ্যে ১৫টি আজ থেকে চলাচল করবে। বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চলবে। ‘বেনাপোল এক্সপ্রেসে’ রয়েছে মোট ৯টি চেয়ার কোচ, ৬টি শোভন কোচ, একটি এসি ও দুটি এসি চেয়ার। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *