চুয়াডাঙ্গায় নাইন এম এম পিস্তল, গুলি, নগদ ১১ লাখ টাকাসহ একজন আটক

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা শহরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে একটি নাইন এম এম একটি পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় শহরের মুক্তিপাড়ার মৃত আব্দুল হান্নারের ছেলে হাবিবুর রহমান রাজিবকে আটক করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) দুপুরে শহরের বাগানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে রাজিবকে আটক করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স শহরের বাগানপাড়ার একটি পঞ্চমতলা বাড়ির ২য় তলায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় আলমারী তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যগজিন, চার রাউন্ড গুলি, ২ টা দেশীয় অন্ত্র, ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরিদর্শক নাজমুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকা সহ অভিযুক্ত হাবিবুর রহমান রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *