বন্যায় পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলো না আরজুর লাশ
নোয়াখালী জেলাব্যাপী বন্যার পানিতে মানুষের দুর্ভোগের শেষ নেই। মৃতদের দাফন নিয়ে বিপাকে পড়েছেন বানভাসি অনেক স্বজনরা। বন্যার পানিতে আরজু (৪০) নামের এক যুবকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করতে পারেনি স্বজনরা। দেড় কিলোমিটার দূরে নিয়ে দাফন করতে হয়েছে তাকে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরজু (৪০) ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা গোলাম মোমিত ফয়সাল জানান, আরজু আগে থেকেই অসুস্থ ছিল। বুধবার বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় মারা যান তিনি। বন্যার পানির জন্য তার লাশ খাটিয়ায় নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি।
কবিরহাট পৌরসভার মেয়র সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পারিবারিক কবরস্থানে কোমর পানিতে নিমজ্জিত। এ জন্য আরজুকে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। একই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার দূরে চৌধুরী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত, গত ৮ দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকলে জেলাজুড়ে বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি জেলার কবিরহাটসহ ৮টি উপজেলার অনেক স্থানে হাঁটু ও কোমর পরিমাণ উঠে গেছে।