নাইক্ষ্যংছড়িতে ৮ গ্রামের চার শতাধিক পরিবার পানিবন্দী   

Share Now..

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে ৮ গ্রামের ৪ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে ইউনিয়নের ৮টি গ্রামে পানি উঠে যায়। এতে ভেসে যায় গরু, ছাগল, হাস, মুরগীসহ মানুষের বসতবাড়ি। নষ্ট হয় ফসলের ক্ষেত ও বীজ তলা। দক্ষিণ বাইশারী গ্রামের গ্রামের নুরুল আলম জানান, ভোর রাতের এক ঘণ্টা বৃষ্টিতে পুরো গ্রাম ডুবে গেছে।একই গ্রামের বাসিন্দা জুনাইদ জানান, তার বসত ঘরের ভিতরে প্রচুর পানি উঠেছে। হাস-মুরগি পানিতে ভেসে গেছে। একটি গরু পানিতে ডুবে মারা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, দক্ষিন বাইশারী, মধ্যম বাইশারী, পুর্ব বাইশারী, নারিচ বুনিয়া, করলিয়ামুরা, গোদাম পাড়া পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে বাইশারী বাজারের প্রায় ১২টি দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রাস্তাঘাট ও খালের বেড়িবাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

এদিকে, বাইশারী ইউনিয়ন বিএনপির ও জামায়াতে ইসলামির পক্ষ থেকে পৃথক দলে বিভক্ত হয়ে পানিবন্দী মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।  বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম জানান, এত পানি আগে দেখেনি।  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের জন্য প্রাথমিক ভাবে ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর আরও বরাদ্দ দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *