শৈলকুপায় চুরির ১৪ ল্যাপটপ উদ্ধার

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপার ৯নং মনোহরপুর ইউনিয়নের হেতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ রুমের তালা কেটে ১৭ ল্যাটপপ চুরির ঘটনা ঘটে। এরই জেরে প্রধান শিক্ষক গত শুক্রবার সকালে শৈলকুপা থানায় একটি জিডি করে। রবিবার (২৫ আগস্ট) রাতের আধারে কে বা কাহারা ৩টি ব্যাগে ১৪টা ল্যাপটপ বিদ্যালয় মাঠের এক পাশে রেখে দেয়। এরপর রাতেই প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ওই বিদ্যালয়ের দপ্তরী স্বপন কুমার শিকদার ৩টি ব্যাগ থেকে ১৪টা ল্যাপটপ উদ্ধার করে। হেতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার হোসেন বলেন, রবিবার রাত ১-১০ মিনিটের দিকে নাইড গার্ড মোবাইলে জানায় রবিবার রাতের আধারে কে বা কাহারা ৩টি ব্যাগ বিদ্যালয় মাঠের এক পাশে পড়ে আছে। এরপর আমি দপ্তরী স্বপন কুমার শিকদারক ব্যাগ খোলার কথা বলি। এরপর ব্যাগ খুলে চুরি হওয়া ১৪টি ল্যাপটপ পাওয়া যায় বলে আমাকে জানায়। আমি সকালে স্কুলে গিয়ে ১৪টা ল্যাপটপ দেখতে পায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী বলেন, ১৪টা ল্যাপটপ উদ্ধারের খবর তিনি শুনেছেন। বাকী ৩টা ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে। হেতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন, ১৭টা ল্যাপটপ চুরির ঘটনা শোনার সাথে সাথে গত শুক্রবার প্রধান শিক্ষককে থানায় মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিই সেই মোতাবেক থানায় একটি জিডি হয়। এরপর সোমবার (২৬ আগস্ট) শুনেছি ১৪টা ল্যাপটপ উদ্ধার হয়েছে আর বাকি ৩টা ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে। তবে এর সাথে কে বা কাহারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে বিদ্যালয় ভবনের প্রবেশ পথের গেটের তালা অক্ষত থাকা অবস্থায় ডিজিটাল ল্যাবের তালা কেটে ১৭ টি ল্যাপ্টপ চুরি হয়। ২০২২ সালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিক্ষা মন্ত্রনালয় থেকে ১৮টি ল্যাপটপ প্রদান করা হয়। ল্যাবটিতে ৪০ শিক্ষার্থীর প্রশিক্ষণ চলমান। ঘটনাটি দৈনিক আমাদের সময় পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় ফলাও করে প্রচার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *