কয়রায় টানা বৃষ্টিতে ফসলের জমি মাছের ঘের বসত-বাড়ি ক্ষতিগ্রস্ত

Share Now..

\ কয়রা প্রতিনিধি \
খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে মাছের ঘের, ফসলি জমি ও বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। টানা বৃষ্টির কারণে কয়রা উপজেলার মহারাজ পুর ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া, পূর্ব মঠবাড়ি কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা ২নং কয়রা উত্তর বেদকাশি ইউনিয়নের বতল বাজার, বড়বাড়ি, বড় বাড়ি শেখ সরদার পাড়া। এসব এলাকার বৃষ্টির পানি সময় মতো নিষ্কাশন না হওয়ায় ডুবে গেছে ফসলি জমি বস-বাড়ি। মহারাজপুর মধ্য পাড়া গ্রামের কৃষক মোঃ বাবলু ৩ নংকয়রা গ্রামের কৃষক আতিয়ার ২নং কয়রা গ্রামের কৃষক মোঃ মিজানুর বড় বাড়ি শেখ সরদার পাড়ার কৃষক মোঃ নূর- ইসলাম বলেন আমাদের এলাকার পানি নিষ্কাশনের জন্য যেসব সরকারি খাল রয়েছে এলাকার প্রভাবশালী ব্যাক্তিরা দখল করে নিয়ে নেট পাটা দিয়ে রেখেছে। আমাদের দাবি এসব খালের নেট পাটা তুলে ফেললে ঠিক মত পানি নিষ্কাশন হবে। আমরা ফসল উৎপাদন করতে পারবো। এদিকে খবর নিয়ে জানা যায় দক্ষিণ মঠবাড়ি, ৬নং কয়রা ও কাঠমারচর, গাজী পাড়া গ্রামের কয়েক ‘শ’ বিঘা জমির মাছের ঘের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষাদিক টাকার বাগদা চিংড়ি সহ অন্যান্য মাছ বলে জানিয়েছে এসব এলাকার মাছ চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *