পাকিস্তানের ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৪
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার রাজমাক অঞ্চলে সোমবার (২৬ আগস্ট) আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের সাবেক কমান্ডার উসমান ওরফে লিয়ানের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়। তবে হামলায় প্রাণে বেঁচে যান তিনি। ইতিমধ্যে উসমান আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি কারণ তাদের লাশ অনেক বিকৃত হয়েছে। দুইজনের লাশ এবং আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
মিরামশাহ হাসপাতালের কর্মকর্তা হামিদুল্লাহ বলেছেন, বিস্ফোরণের পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি জানান, গুরুতর আহত ছয়জনকে বান্নু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।