চুয়াডাঙ্গায় সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেরুর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সহ ৬৯ জনকে আসামী করে মামলা দায়ের

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু ও কেরু চিনিকলের শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাসুদুর রহমান ও তার ছেলে সহ ৬৯ জনকে আসামী করে দর্শনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। (মামলা নং ৯ তাং ২৭ আগস্ট ২৪)। প্রায় দু বছর পর মামলাটি দায়ের করা হল। দর্শনা থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছে। মামলার বাদি রবিউল ইসলাম ও পুলিশ জানায়, গত ২০২২ সালের ৭ ডিসেম্বর সন্ধা ৭ টার দিকে দর্শনা পৌরসভার পরানপুর গ্রামে বাদির বাড়ি ঢুকে আসামীরা বাদিকে হত্যার উদ্দেশ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষন, বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়। (আমার) বাদির স্ত্রী বাধা দিলে তাকে মারপিট করে। বাদি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদি বলেছেন দর্শনা থানায় মামলা করতে গেলে থানা পুলিশ উল্টো মামলা দিয়ে আমাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। চিকিৎসা ও জেল থেকে মুক্ত হয়ে এসে প্রায় দু বছর পর ২৭ আগস্ট মঙ্গলবার রাতে দর্শনা থানায় গিয়ে মামলাটি দায়ের করি। মামলা তদন্তকারি কর্মকর্তা তারেক হাসান জানান, বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারা সহ বেশ কয়েকটি ধারা দেয়া মামলার এজাহার কপি হাতে পেয়েছি, প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। দর্শনা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মামলাটি রাতেই রেকর্ড করা হয়েছে। (মামলা নং-৯, তারিখ-২৭ আগস্ট ২০২৪) আসামী আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *