সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেছেন পুলিশ জনগণের বন্ধু
\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কালিগঞ্জের বাস টার্মিনাল সংলগ্ন ব্রিজের মুখে সন্ধ্যার সময় কালিগঞ্জের সাধারণ জনগণের সাথে মত বিনিময় করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসময় বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসাবে কাজ করবে এই প্রতিশ্রুতি দিয়ে জনগণের নিকটে সহযোগিতা কামনা করেন কালিগঞ্জ উপজেলার শান্তি ফিরিয়ে আনার জন্য সকলের আহবান জানান। এসময় অফিসার ইনচার্জ বলেন, অপকর্মের ও অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সকলকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতা ডাঃ শফিকুল ইসলাম বাবু ও কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসার সাইফুল ইসলাম সহ কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা, কালিগঞ্জ সাংবাদিক সমিতি, সাধারণ সম্পাদক কাজী আবু ছাঈদ সোহেল সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল কালিগঞ্জ উপজেলা শাখা উক্ত মতবিনিময় অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।