মহেশপুরে জামায়াত ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত
Share Now..
\ পৌর প্রতিনিধি মহেশপুর \
ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (৩১ আগস্ট) বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ফারুক আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, থানা নায়েবে আমীর আব্দুর বারী, নায়েবে আমীর ফকির আহাম্মেদ মাষ্টার, কর্ম পরিষদ সদস্য আব্দুল আলী, কর্ম পরিষদ সদস্য মাওলানা আক্তারুজ্জামান, কর্ম পরিষদ সদস্য গোলাম রহমান, লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর থানা সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ।