শৈলকুপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দূর্নীতি বিরোধী আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দূর্নীতি বিরোধী আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র অধিকার পরিষদ এর শৈলকুপা উপজেলা সভাপতি রিহান হোসেন রায়হান এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তারা দূর্নীতি প্রতিরোধে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে-অফিস বা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারীকে অফিসের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। পরিচয়পত্রে নাম, পদবী, মোবাইল নাম্বার ও ছবি ব্যবহার করতে হবে। অফিস স্টাফদের নাম, পদবী, ছবি, ফোন নাম্বার সংযুক্ত করে অফিসের গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে রাখতে হবে। রশিদ ব্যাতিত কোন আর্থিক লেনদেন করা যাবে না। অফিসে কোন দালাল চক্রের স্থান দেওয়া যাবে না। প্রতিষ্ঠানের প্রত্যেকটি খাতে সরকারি খরচের হিসাব গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে রাখতে হবে। সরকারি হিসাবের বাইরে কোন আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপন করতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে। তথ্য কর্মকর্তা হিসেবে একজনকে নির্বাচন করে জনসাধারণকে অফিস সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। আলোচনাসভা শেষে বিক্ষোভ মিছিল সহ ছাত্র নেতারা বিভিন্ন অফিসে তাদের ৮ দফা দাবি সম্বলিত লিফলেট পৌঁছে দেন এবং কর্মকর্তাদের সাথে দেখা করে দাবি দাওয়ার বিষয়গুলো আগামী কর্ম দিবসের মধ্যে বাস্তবায়নের জোরালো ভূমিকা রাখেন।
I’m not sure exactly why but this ѡeb site iѕs loading
very slow for me. Iѕ anyone else having tis isѕue or is it a problem on my end?
I’ll ceck back later on and see іf the ⲣroblem
stiⅼl exists.
Have a look at my web page … nagaliga