ম্যাচসেরা লিটন, সিরিজসেরা মেহেদি মিরাজ
২৬ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখানে থেকে অসাধরণ এক সেঞ্চুরিতে দলকে ম্যাচে ফেরান লিটন দাস। তার ১৩৮ রানে ভর করে ৬ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এমন ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লিটন।
অন্যদিকে পুরো সিরিজে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। দুই টেস্ট মিলে বল হাতে ১০ উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৫৫ রান। সিরিজসেরা হয়ে মিরাজ বলেন, ‘আমি সত্যিই খুব খুশি, প্রথমবার দেশের বাইরের সিরিজে এই পুরস্কার পেলাম। অলরাউন্ডার হিসেবে খেলা অনেক কঠিন কাজ, আমি শুধুমাত্র স্ট্রাইক বাড়াতে চেয়েছি এবং মুশি (মুশফিকুর রহিম) ও লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করেছি।’ তিনি আরও বলেন, ‘পাঁচ উইকেট পেয়ে অবশ্যই আনন্দিত, তবে এর চেয়েও ভালো করার চেষ্টা ছিল। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিনি, ফলে ঘরে কাটানোর মতো কিছু সময় পেয়েছি এবং ওই সময়েও আমার প্রতি ম্যানেজমেন্টের প্রচেষ্টার জন্য অনেক কৃতজ্ঞতা।’