কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৬ 

Share Now..

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার (২ সেপ্টেম্বর) বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।  

দেশটির পুলিশ এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছে।  পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানিয়েছেন, দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জারদান বলেছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের কাজ চলছে। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী।

এই ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।  ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে। এরপর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তালেবানও জানিয়েছে, তারা নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

তবে এই ধরনের আক্রমণ হলে তা জানানোর ক্ষেত্রেও কর্তৃপক্ষ দেরি করে। এখনো আইএস সন্ত্রাসীরা আফগানিস্তানে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। অতীতে তারা দেশজুড়ে স্কুল, হাসপাতাল ও অন্য জায়গা টার্গেট করেছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *