ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক কৃষকের ১২কাঠা লাউয়ের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক আশফাকুদ্দিনের ১২ কাঠা লাউয়ের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে কৃষক আশফাক উদ্দিন বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে লাউয়ের জমিতে যেয়ে দেখেন গাছগুলো সব কাটা রয়েছে। এগুলো দেখা মাত্রই তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন এবং গ্রামবাসীকে খবর দেন। আশফাক উদ্দিন জানান তেমন কোন শত্রু আমার নেই তবে কেন এই গাছগুলো কাটলো। তবে আশফাক উদ্দিন বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক। খবর জানার পর থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আনাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রিপন আহমেদ, আরিফ হোসেন, রেজুল ইসলাম তুহিন, শফিউদ্দিন মেম্বার আশফাকুদ্দিনের জমিতে জান। এবং উপস্থিত সকল নেতাকর্মীরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই কৃষকের ক্ষতির জন্য তদন্ত-পূর্ব শাস্তির দাবী জানান। এদিকে সাধুহাটি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মেজবাহ আহমেদ জানান ঘটনা সত্য এবং তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই কৃষকের অনেক ক্ষতি হয়েছে বিষয়টিও তারা দেখবেন বলে জানান।