কালীগঞ্জে কৃষি উপকরণ বিতরণ

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
দেশের কৃষিতে প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের মত ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও নিরলস ভাবে কাজ করছে। এতে কৃষকেরা অন্য ফসল উৎপাদনের পাশাপাশি উচ্চমূল্যের বাণিজ্যিক ফসলের আবাদেও আগ্রহী হচ্ছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় অফিস ইয়ার্ডে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ মৌসুমে উপজেলার মোট ৮৮ জন কৃষকের মাঝে প্রদর্শনীর ১৯ ধরনের গাছের চারা, বীজ, জৈব ও অজৈব সার, কীটনাশকসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়।
কৃষি অফিসসূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় এ উপজেলার মোট ৮৮ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন টমেটো, সিম, পেঁয়াজ, ফুলকপি, মরিচ, আম, এ্যাভোকাডো, শরিফা, মালটা, কমলা, লিচু, ড্রাগন, ভার্মি কম্পোস্টসহ কৃষি প্রযুক্তি গ্রামে ১৯ ধরনের প্রদর্শনী প্রদান করা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, সাংবাদিক মিশন আলীসহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *