চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষধর সাপের কামড়ে স্বামী পরিত্যাক্তা ও এক সন্তানের জননী রিক্তা খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধায় দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কুতুবপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন কুতুবপুর গ্রামের পূর্বপাড়ার আবুল কাশেম ওরফে ঝড়ু মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান। পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধায় বাড়ির পাশে বিচালী গাঁদা থেকে বিচালী আনতে যায় রিক্তা খাতুন। এসময় বিচালী গাঁদার ভেতর থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। বিষয়টি টের পরে পরিবারের সদস্যরা তাকে দ্রæত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রিক্তা খাতুন স্বামী পরিত্যাক্তা ও এক সন্তানের মা ছিলেন। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কুতুবপুর গ্রামের মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন পরে বিষাক্ত কুলিন সাপটি পিটিয়ে মেরে ফেলেন।