মিয়ানমারে ভয়াবহ বন্যা, ২৩৬ জনের প্রাণহানি 

Share Now..

টাইফুন ইয়াগির কারণে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ২৩৬ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় গ্লোবাল নিউ রাইট বলছে, এতে এখন পর্যন্ত অন্তত ৭৭ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।  সোমবার ওসিএইচএ-র পক্ষ থেকে বলা হয়েছে, একাধিক সূত্র জানিয়েছে বন্যায় শত শত মানুষ মারা গেছে এবং বহু নিখোঁজ রয়েছে। বন্যায় ৬ লাখ ৩১ হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চলতি সপ্তাহে সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি চীন, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারে আঘাত হানে। খবরে বলা হয়েছে, মিয়ানমারের অন্তত নয় অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। রাজধানী নেপিডোসহ মান্দালায়, কায়াহ, কায়িন এবং শান রাজ্যেও বন্যা হয়েছে। ওসিএইচএ বলছে, জরুরি ভিত্তিতে অঞ্চলগুলোতে খাবার, পানি, মেডিসিন, আশ্রয়, পোশাক দরকার। কিন্তু রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রাণ সরবরাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *