কালীগঞ্জে জামাল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

Share Now..


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ মে রোববার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন। এবারের বাজেট আয় ও ব্যয় সমান রেখে উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩০ লাখ ৬৬ হাজার ৩২৮ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৭৮ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা। মোট ১ কোটি ৯ লাখ ৪১ হাজার ৭২৮ টাকা।
পরিষদের চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মোল্লা, ইউপি মেম্বার মোঃ মফিজ খান, মোবারেক হোসেন, মোঃ ফসিয়ার রহমানসহ সকল ইউপি সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *