টাইগার শিবিরে ধারাবাহিকতা আসবে কবে 

Share Now..

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর চেন্নাই টেস্টে সেই ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ। এমন প্রত্যাশা ছিল টাইগার সমর্থকদের মনে। তবে চেন্নাইতে দেখা গেল উলটো চিত্র। প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। 

তবে কোটি ক্রিকেট ভক্তের মনে ক্ষীণ আশা ছিল দ্বিতীয় ইনিংসে হয়তো ঘুরে দাঁড়াবেন লিটন, মুশফিক, সাকিব, শান্তরা। তবে সেটা আর হলো কোথায়? ভারতের দেওয়া ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে মেনে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যান টাইগার ব্যাটিং অর্ডার। এমন হতাশাজনক পারফরম্যান্সের আবারও আলোচনায় বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে। ভারত টেস্টে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে রানের দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও প্রথম ইনিংসে মাত্র ২০ রান করে সাজঘরে ফিরেন অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে শান্ত। যা চেন্নাই টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ে একমাত্র প্রাপ্তি। তবে হুটহাট রান পেলেও বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে ধারাবাহিকভাবে রান দেখা যায় না। চেন্নাই টেস্টের আগে সবশেষ ১০ ইনিংসে অর্ধশতকের গণ্ডি পেরুতে পারেননি শান্ত। সবশেষ গেল বছর নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের দেখা পান টাইগার অধিনায়ক। অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উদাহরণ টানলে দেখা যায়, চেন্নাই টেস্টে ব্যাট হাতে ভালো করতে না পারলেও ভারতীয় অধিনায়ক সাদা পোশাকের ক্রিকেটে সবশেষ ১০ ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরির দেখা পান।  এছাড়াও চেন্নাই টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক। রাওয়ালপিন্ডি প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫০ রানের ইনিংস খেললেও টেস্টে সবশেষ চার ইনিংসে তার সর্বোচ্চ রান ৩৪। যার মধ্যে একটি ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। সেইসঙ্গে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। 

তবে টাইগার শিবিরে সবচেয়ে দুশ্চিন্তার কারণ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের অফ ফর্ম। ব্যাট হাতে কিংবা বল হাতে কোনোখানেই নিজের নামের সুবিচার করতে পারছেন না এই অলরাউন্ডার। বল হাতে মাঝে মধ্যে ছন্দে ফিরলেও সেখানেও নেই ধারাবাহিকতা। এছাড়াও ব্যাট হাতে সবশেষ সাত ইনিংসে নেই একটি ফিফটি। সবশেষ গেল বছর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে অর্ধশতকের দেখা পান এই তারকা অলরাউন্ডার। আর চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাকিবের ব্যাট থেকে আসে ৫৭ রান। চেন্নাই টেস্টে হারের পর ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের ব্যাটিং নিয়ে টাইগার কাপ্তান বলেন, ‘আমাদের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং হয়নি যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঐ জায়গায় আমরা বিশেষ করে টপ অর্ডারে যদি একটা জুটি করতে পারতাম তাহলে ম্যাচের একটা ভালো অবস্থানে থাকতাম। এটা একটা দিক ছিল। আর দ্বিতীয় ইনিংসে ভালো একটা জুটি দিয়ে শুরু করলেও শেষের দিকে খুব দ্রুত উইকেট পড়েছে ঐ জায়গাতে আমাদের আরো সতর্ক হওয়া উচিত।’ দুই-একটা ম্যাচ বাদে এমন কথা বাংলাদেশের সংবাদ সম্মেলনের নিত্যদিনের। তবে দেশের কোটি ক্রিকেট ভক্তের একটাই চাওয়া ধারাবাহিকতা আসুক বাংলাদেশের ব্যাটিং লাইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *