সিংড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

Share Now..

\ সিংড়া প্রতিনিধি \
নাটোরের সিংড়ায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয় মোঃ আলী (২০) নামের এক যুবকের। সিংড়া পৌর এলাকার ২নং ওয়ার্ডের উত্তর দমদমা পূর্বপাড়া এলাকার মোঃ আবু তালেবের বড় ছেলে সে। মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দেওয়ার পর আর তার খোঁজ পাওয়া যায় না, সাথে থাকা ব্যক্তি ও পরিবারের সদস্যরা মিলে অনেক খোঁজাখুঁজির পরে উজান থেকে কচুরিপানার মধ্য থেকে ভেসে আসে তার মৃত দেহ। পরিবারের সদস্য ও স্থানীয়রা আশংকা করছেন ডুব দেওয়ার পর পানির নিচে মাছ ধরা অবস্থায় নিঃশ্বাস ফুরিয়ে আসতে থাকলে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে অবাঞ্চিত কচুরিপানায় আটকে গিয়ে তার মৃত্যু ঘটে। মৃত দেহ খুঁজে পাওয়ার পর মৃত্যুর সত্যতা নিশ্চিতের জন্য দক্ষিণ দমদমা এলাকার মোঃ ওসমান আলী ও পরিবারের কয়েকজন মিলে মৃত মোঃ আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোঃ আলীর পরিবারে শোকের ছায়া পড়েছে কেননা কিছুদিন যাবত আলীর বিয়ের কথা চলছিল, সন্তানের অকাল মৃত্যুতে মা ও পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতন পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *