ঝিনাইদহে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাংচুর

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১ টার পর কলেজের মধ্যে কে বা কারা মিছিল করে। এক পর্যায়ে তারা কলেজের অফিস কক্ষ ভাংচুর করে। এতে কলেজের মুল্যবান জিনিস ক্ষতগ্রস্থ হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ এ্যাড. এস এম মশিউর রহমান বলেন, দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। তিনি পতাকা টাঙ্গায়। আবার তিনিই নামান। কে বা কারা ভাংচুর করেছে তা আমি জানি না। উল্লেখ্য, ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

994 thoughts on “ঝিনাইদহে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাংচুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *