নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে : পরীমণি

Share Now..

পরীমণি ও পরীমূল রাজের ডিভোর্সের এক বছর পূর্ণ হয়েছে। এই দিনে নিজের ফেসবুক পেজ থেকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরী। সন্তানদের নিয়ে পথচলার দিনগুলোর গল্প ও নিজের যাপিত জীবন সম্পর্কে বলতে গিয়ে, নিজেকে পরিপূর্ণ সুখী মানুষ হিসেবে ভুল ধরেছেন তিনি।

 কারো জন্য আক্ষেপ করে নিজের জীবনের ক্ষতি না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে।’  বাধা বিপত্তি থাকবেই এর মধ্যেই এগিয়ে যেতে হবে এই মতাদর্শে বিশ্বাসী পরী তার কাজের ব্যাপারে খুব তৎপর। তিনি কাজের জন্য এখন প্রস্তুত। অনেক চড়াই- উত্তরাই অতিক্রম করেছেন, বাচ্চারা বড় হচ্ছে এখন কাজের জন্য ফিট মনে করছেন নিজেকে। দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে কাজ করেছেন এই অভিনেত্রী। দেবরাজ সিনহার ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন। বাকি আছে ডাবিং। তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতার কারণে ডাবিং করতে যেতে দেরি হচ্ছে। তবে কোনো ব্যাপারেই আর হতাশ হন না পরী। তিনি জানেন কীভাবে ধৈর্য আর নিষ্ঠার সথে কাজ করতে হয়। ‘ফেলুবকশি’ সিনেমাতে কাজ করতে গিয়ে সেখানকার আরো একটি সিনেমাতে যুক্ত হয়েছেন আলোচিত এ নায়িকা। এছাড়া পরীমণির ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ গত ৮ আগন্ত স্ট্রিমিং প্লাটফর্ম হইচইয়ে অবমুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি হইচই জানিয়েছে, আগামী অক্টোবরেই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগ লাইনে বলা হয়েছে ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’। সিনেমটিতে পরীকে দেখা যাবে সৃষ্টি চরিত্রে।  এদিকে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দিয়েছিলেন বাংলার ‘প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবন সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ ২০২১ সালে শুরু করেছিলেন প্রীতিলতা সিনেমার ভূমিকায় ছিলেন পরীমণি।  পরী মা হওয়ার কারণে সিনেমার শুটিংয়ে বিরতি দিতে হয়েছে। আবার চব্বিশের আন্দোলন, রাজনৈতিক পটভূমি পরিবর্তন সব কিছু মিলিয়ে শুটিং শেষ করা হয়ে নি। এখন আবার প্রস্তুতি নিচ্ছেন বাকি শুটিং শেষ করার।

এর আগেও প্রীতিলতার চরিত্রে পর্দায় দেখা গেছে অনেক অভিনেত্রীকে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে পরীমণির নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *