চৌগাছায় হৃদরোগে ও বিষপানে দুই ব্যক্তির মৃত্যু
\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত জাহিদ হোসেন উপজেলার ফুলসারা ইউনিয়নের বালিদাপাড়া গ্রামের মৃত ইসমাইল গোলদারের ছেলে। তার বড় ছেলে সাকিল আহমেদ বলেন, ভোর ৬ টার দিকে পিতা বাড়ির পাশে মাঠে কাজ করতে যায়। শরীরটা ভাল না লাগায় সাড়ে ৭টার দিকে তিনি বাড়িতে এসে ঘরের ভিতর বিশ্রাম নিতে থাকেন। কিছুক্ষণ পরে একটি শব্দ বের হয় ঘর হতে আমরা দ্রæত ছুটে যেয়ে দেখি ঘরের মেঝেতে তার পিতা পড়ে আছে। দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে শারীরীক প্রতিবন্ধি ও বিভিন্ন রোগে আক্রান্ত তাইজুল ইসলাম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতের ভাগনে জসিম উদ্দিন বলেন, তার মামা বেশ কিছুদিন শারীরীক নানা রোগে ভুগছিলেন, পাশাপাশি তিনি কিছুটা প্রতিবন্ধি ছিলেন। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতেই বিষপান করেন। আমরা বুঝতে পেরে দ্রæত হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মারা যান। হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার লুৎফুননেছা লতা উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।