মহেশপুরে উখড়ির বিলের পাড়ের কৃষকের ক্ষতি পূরণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত
Share Now..
\ মহেশপুর সংবাদদাতা \
ঝিনাইদহের মহেশপুরে উখড়ির বিলের পাড়ের শতাধিক কৃষকের ক্ষতি পূরণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার) বিকালে মহেশপুর উপজেলার কুমাডাঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশ কৃষক ও ছাত্র জনতা অংশ নেয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উখড়ি বিলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক আমিনুর রহমান, আনোয়ার হোসেন, রুবেল হোসেন, আনারুল ইসলাম, জিয়াউর রহমান, রমজান আলী, ছাত্র প্রতিনিধি মামুনুর রহমান, হাসান আলী প্রমুখ। বক্তরা বলেন উখড়ির বিলের ইজারাদার ইচ্ছাকৃ ভাবে গত ১৬ বছর যাবত পানি আটকিয়ে বিল পাড়ের মানুষের ফসল নষ্ট করে তা দখল করে খাচ্ছে। তাহারা এখন ঐসব ক্ষতিগ্রস্ত কৃষকের জমি ফেরৎ ও ক্ষতিপূরণ দাবি করেন।