চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া গরু ও ছাগল ঝিনাইদহ থেকে উদ্ধার

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া ৩টি গরু ও ১টি ছাগল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধাবার (২ অক্টোবার) রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চুরি হওয়া ৪টি গরুর মধ্যে ৩টি গরু ও ৪টি ছাগলের মধ্যে ১টি ছাগল উদ্ধার করা হয়। এসময় হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে উদ্ধার অভিযান পরিচালনা করেন সোনাতনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রেজওয়ানুল হক। হরিণাকুন্ডু থানা পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৫ সেপ্টম্বর চুয়াডাঙ্গা জেলার মর্তজাপুর গ্রামের আলতাফ হোসেনের ইট ভাটা থেকে ৪টি গরু ও ৪টি ছাগল চুরি হয়। ওই ঘটনাই আলতাফ হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় অভিযোগ করেন। অভিযোগ তদন্তে চুয়াডাঙ্গা থেকে ৩ জনকে আটক করে চুয়াডাঙ্গা থানা পুলিশ। আটককৃত ওই তিন জনের স্বীকারোক্তী অনুযায়ী হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে অভিযান চালাই সোনাতনপুর ক্যাম্পের পুলিশ। এসময় সোনাতনপুর গ্রাম থেকে ৩টি গরু ও ১টি ছাগল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু ছাগল মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ১টি গরু ও ৩টি ছাগল উদ্ধার কাজ অব্যহত রয়েছে। চুরি হওয়া গরু ও ছাগলের মালিক আলতাফ হোসেন জানান, গত ২৫ সেপ্টম্বর রাতে আমাদের ইটের ভাটা থেকে ৪টি গরু ও ৪টি ছাগল চুরি হয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর কোথাও না পেয়ে চুয়াডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করি। পরে চুয়াডাঙ্গা পুলিশ চোর সন্দেহে তিনজনকে আটক করে। আটককৃত ব্যক্তিদের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা পুলিশ ও হরিণাকুন্ডুর পুলিশের সহযোগীতায় হারিয়ে যাওয়া ৩টি গরু ও ১টি ছাগল ফিরে পেয়েছি। বাকি ১টি গরু এখনো পাওয়া যায়নি এবং তিনটি ছাগলের মধ্যে একটি ছাগল ইটের ভাটার পাশে জবেহ করা অবস্থায় পাওয়া যায়। বাকি ২টি ছাগল এখনো পাওয়া যায়নি। সোনাতনপুর ক্যাম্পের ইনচার্জ এএসআই রেজওয়ানুল হক জানান, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে চুরি হওয়া গরু ও ছাগল উদ্ধারের জন্য রাত থেকে উদ্ধার অভিযান চালানো হয়। এসময় আমরা সোনাতনপুর গ্রামের মাঠ থেকে তিনটা গরু ও ১টি ছাগল উদ্ধার করি। পরবর্তীতে আমরা উদ্ধার হওয়া গরু ও ছাগল হরিণাকুন্ডু থানার ওসির নির্দেশে মালিক আলতাফ হোসেনের নিকট হস্থান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *