গুলিবিদ্ধ গোবিন্দর জবানবন্দিতে রহস্য খুঁজছেন পুলিশ

Share Now..

বলিউড অভিনেতা গোবিন্দ নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয়েছেন। এদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গোবিন্দর দেওয়া জবানবন্দিতে সন্তুষ্ট হতে পারেননি মুম্বাই পুলিশ। গুলিবিদ্ধ হওয়া গোবিন্দর নিজের ভুল নাকি অন্য কেউ দায়ী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ সমান্তরালভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা বুধবার হাসপাতালে অভিনেতার সাথে দেখা করে তাকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু হিরো নাম্বার ওয়ানের জবাব তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। গোবিন্দা জানিয়েছেন ওই বন্দুকটি ২০ বছর পুরনো। তিনি বের হওয়ার আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। হঠাৎ কীভাবে গুলি লাগল অভিনেতার সে বয়ানে রহস্য খুঁজছেন পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিনেতা মিথ্যা বলছেন, এমন নয়। কিন্তু তার কথায় কিছু অসঙ্গতি রয়েছে। এরইমধ্যে গোবিন্দর মেয়ে টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি পরিষ্কার করতে ফের রেকর্ড করা হতে পারে গোবিন্দর বয়ান।  এদিকে গোবিন্দর স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন নায়কের জন্য। তিনি জানিয়েছেন অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাকে জেনারেল বেডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ১ অক্টোবর ভোর পাঁচটার দিকে কলকাতায় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন নিজের পিস্তল পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে।

সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *