চৌগাছায় টিসিবির তালিকা থেকে গরীবরা বাদ নতুন তালিকার দাবি

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছা পৌরসভাসহ অধিকাংশ ইউনিয়ন ট্রেডিং কর্পারেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য অপসারণ করা পৌর পরিষদের অধিকাংশ জনপ্রতিনিধি একই সাথে কিছু কিছু ইউপি সদস্যরা এই কাজের সাথে জড়িত। পৌর কাউন্সিলরদের অপসারনের পর এটি প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রকৃত সুবিধাভোগীরা হয়েছেন বঞ্চিত আর সমাজের স্বছল ব্যক্তিরা হয়েছেন উপকৃত। পুরাতন তালিকা বাদ দিয়ে নতুনভাবে তালিকা করার দাবি উঠেছে ভুক্তভোগীসহ সচেতন মহল হতে। সরকার দেশের গরিব অসহায় মানুষের কথা বিবেচনায় ট্রেডিং কর্পারেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যক্রম চালু করেন। সিটি কর্পারেশন, পৌরসভা ও ইউনিয়নের অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি মসুর ডাল কখনও কখনও ছোলা একটি নির্ধারিত মুল্যে দেয়া হয়। সমাজের নিন্ম শ্রেনীর মানুষ যারা দিন আনা দিন খাওয়া সেই ব্যক্তিরা যাতে এই সুবিধা পাই সে লক্ষে স্বস্ব প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবি কার্ড বিতরণ করেন সরকার। কিন্তু কার্ড বিতরণে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ। বেশ কিছু কাউন্সিলর তাদের দলের লোক ও আত্মীয় স্বজনের মাঝে কার্ড বিতরণ করেছেন ফলে বাদ পড়েছে প্রকৃত গরীবরা। গত ৫ আগস্ট সরকারের পদত্যাগের পরপরই প্রথমে মেয়র পরে কাউন্সিলরদের অপসারণ করেন অন্তর্বর্তীকালিন সরকার। তারপর হতে দুইবার দেয়া হয়েছে টিসিবি পণ্য। সর্বশেষ রবিবার (৬ অক্টোবার) চৌগাছা পৌরসভায় ১৯৬১ জন কার্ডধারির মাঝে ডিলারের মাধ্যমে টিসিবির চাল, তেল ও ডাল বিক্রি করা হয়। সরকার পরিবর্তনের ফলে অনেক কার্ডধারি এই পণ্য নিতে আসেননি আবার অনেকে কার্ড হারিয়ে ফেলেছেন। দিনশেষে অবশিষ্ট থাকা পণ্য নিয়ে কর্তৃপক্ষ পড়েন চরম বিপাকে। কারণ শতশত নারী পুরুষ যারা চরম অসহায় তারা হুমড়ি খেয়ে পড়েছেন পৌরভবনের গেটে। একপর্যায়ে পৌর কর্তৃপক্ষ স্থানীয় বিএনপি ও জামায়াতে নেতাদের সহযোগীতা নিয়ে বেঁচে যাওয়া পন্য আগত গরীবদের মাঝে ভাগ করে দেন। বর্তমান পরিস্থিতিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নতুন করে অসহায় মানুষের তালিকা তেরী করে সরকারী সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *