শ্রীলঙ্কার পূর্ণকালীন প্রধান কোচের দায়িত্বে জয়াসুরিয়া

Share Now..

ক্রিস সিলভারউড চাকুরী ছাড়ার পর শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। তার অধীনে দল ভালো করায় অন্তর্বর্তীকালীন থেকে এবার পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সোমবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জয়াসুরিয়ার সঙ্গে নতুন চুক্তি করার বিষয়টি জানিয়েছে এসএলসি। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত লঙ্কানদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে দেশটির সাবেক এই ক্রিকেটারকে। বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সনাৎ জয়াসুরিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। শ্রীলঙ্কার কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সম্প্রতি ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার পারফরম্যান্স ভালো ছিল। এই সময়ে দলের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন জয়াসুরিয়া। এ কারণে তাকে স্থায়ী কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার নিয়োগ হবে ১ অক্টোবর ২০২৪ থেকে এবং কার্যকাল চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *