কবে ফিরছেন নিশো
নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল অভিনেতা আফরান নিশোর। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমা দিয়েই দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। ‘সুড়ঙ্গ’র সফলতার পর থেকেই নিশোকে ফের কবে সিনেমায় দেখা যাবে তা নিয়ে দর্শকের অপেক্ষাও অনেকদিনের।
গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিশো। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। জানা গেছে, সিনেমাটিতে নাকি আফরান নিশোর বিপরীতে দেখা যেতে পারে কলকাতার এক নায়িকাকে। তবে এ বিষয়ে এখনই পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান কেউই মুখ খুলছেন না।
প্রযোজনা সংস্থা এসভিএফ ও আলফা-আইয়ের জোড়া সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেতা আফরান নিশো। সে সময় সিনেমা দুটির পরিচালকের নাম গোপন রাখা হয়েছিল। এবার জানা গেল ওই দুই সিনেমার একটি বানাচ্ছেন শিহাব শাহীন। সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহখানেক পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।
এছাড়া অভিনেতা আফরান নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনই আমি কিছু বলতে চাইছি না। সপ্তাহখানেকের মধ্যে টিম থেকে ঘোষণা দেওয়া হবে। তখনই জানানো হবে সব। শুটিং শুরু হবে নভেম্বর বা ডিসেম্বরে।