ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছ থেকে অস্ত্রসহ সন্দেহভাজন গ্রেপ্তার

Share Now..

ক্যালিফোর্নিয়ার কোচেল্লায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভা থেকে শনিবার অস্ত্রধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান, গোলাবারুদ ও একাধিক জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অস্ত্রধারী ওই ব্যক্তি হচ্ছেন ৪৯ বছর বয়সী ভেম মিলার। তিনি নেভাদার লাস ভেগাসের বাসিন্দা। ট্রাম্পের নির্বাচনী সমাবেশের পার্শ্ববর্তী  এলাকা কোচেলার একটি চেক পয়েন্ট থেকে ভেম মিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে কাউন্টি শেরিফের দপ্তরে নিয়ে যাওয়া হয়। অস্ত্রের সাথে মিলারের কাছ থেকে জাল লাইসেন্সও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফের কর্মকর্তা চাদ বিয়ানকো। তিনি বলেছেন, মিলারের গাড়িতে একটি জাল লাইসেন্স পাওয়া গেছে যা তার ওপর সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে।সিক্রেট সার্ভিস বলেছে, যে তারা গ্রেপ্তারের বিষয়ে সচেতন ছিল এবং শনিবার ঘটে যাওয়া ঘটনার সময় ট্রাম্প বা সমাবেশে অংশগ্রহণকারীরা কেউই কোনো বিপদে পড়েনি।   

এপির প্রতিবেদনে বলা হয়েছে, তবে ওইদিনই পাঁচ হাজার মার্কিন ডলার মুচলেকায় সন্দেহভাজন ওই ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়। ২০২৫ সালের ২ জানুয়ারি তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। রোববার এক সংবাদ সমেলনে রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো বলেছেন, ‘সন্দেহভাজন (৪৯) ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা। লোকটি একটি অনিবন্ধিত কালো এসইউভি চালাচ্ছিলেন। তাকে জনসভার বাইরের একটি নিরাপত্তা চৌকিতে থামানো হয়।’

তিনি আরও বলেন, ‘পরে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা ও গাড়ির অভ্যন্তরের অগোছালো অবস্থা দেখে তল্লাশি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।  তখনই অস্ত্র-গোলাবারুদ, একাধিক জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স খুঁজে পান তারা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *